By

গ্যাং অফ 20একটি কমিক বই 

প্রকাশনার নাম:গ্যাং অফ 20

দ্বারা সৃষ্টি: অরিজিৎ সেন, সোনাল রঘুবংশী, সমর্থ

প্রকাশনা: অক্টোবর 2022

ভাষা উপলব্ধ: ইংরেজি, হিন্দি, মারাঠি, বাংলা

উপলব্ধ ফরম্যাট: Print, epub, pdf

*এই কমিক বইটি নতুন দিল্লিতে অবস্থিত হেনরিক বোল স্টিফটুং আঞ্চলিক অফিসের সহায়তায় সেন্টার ফর ফিনান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটি দ্বারা প্রকাশিত হয়েছে।

কমিক বই সম্পর্কে-

চা-জলখাবার সরোবরের তীরে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন হয়েছে। জি-টুয়েন্টির (গ্যাং অফ টুয়েন্টি) উৎকৃষ্ট মানের এই বার্ষিক সম্মেলনের জাঁকজমক ও আড়ম্বরের সাক্ষী হতে রাষ্ট্রনেতা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এক জায়গায় জড়ো হয়েছেন। গ্যাং অফ টুয়েন্টির প্রতিশ্রুতি ও কর্মক্ষমতায় দূরদর্শিতার অভাবের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গা থেকে এর প্রতিরোধের জন্য অনুষ্ঠানস্থলের বাইরে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানস্থলের ভিতরে প্রতারণামূলক কার্যকলাপগুলি চলতে থাকার সময় জনসাধারণ এক নতুন বাস্তবতার সম্মুখীন হয়। “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগানকে অনায়াসেই দেশবিরোধী স্লোগান বলে দাগিয়ে দেওয়া হয়। কঠোর ব্যবস্থা নেওয়ার হুকুম জারি হয়ে যায় সঙ্গে-সঙ্গেই। তবে, এবারে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী, উদ্বাস্তু ও প্রান্তিক মানুষেরা, সবাই এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়েছে! সহজে তারা হার মানবে না।

তাই অনুলিপি গ্রহণ বা মুদ্রণ –

info@cenfa.org এ আমাদের ইমেল করুন

To access a e-copy – 

Gangs of 20 – Bangla

মানুষ বই সম্পর্কে কি বলছে?

মুনাফা, ক্ষমতা, এবং বিশেষ সুবিধাধারীদের অন্যের ব্যাঙ্কের তথ্য, অর্থের জোয়ার, মুষ্টিমেয়র জন্য বহুজনের কেড়ে নেওয়া মূল্যবান সামাজিক সম্পদ ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময়োপযোগী কমিকটিতে বিশ্ব নেতৃত্বের এক নির্মম বিকারহীনতার আভাস দেখতে পাওয়া যায়। যেন আমাদের আরও ভাল কিছুর প্রয়োজনীয়তার কথা বলে যায়। শীতাতপ নিয়ন্ত্রিত শূন্যতায় উৎপন্ন হওয়া পানসে, বিস্বাদ বাতাসের পরিবর্তে ফুরফুরে, সতেজ অক্সিজেন নেওয়ার কথা বলে যায়, হয়তো।” 

— বিজয় প্রসাদ

“এই কমিকটিতে একইসঙ্গে প্রতিরোধ শক্তির অনিবার্যতা এবং ক্ষমতার দাম্ভিকতা দিনের আলোর মতো পরিষ্কার করে দেখানো হয়েছে। ব্যঙ্গধর্মী রচনার একটি উৎকৃষ্ট নিদর্শন।”

 — নীরা চান্দোক

নির্মাতাদের সম্পর্কে

অরিজিৎ সেন — একাধারে গ্রাফিক আর্টিস্ট, ম্যুরালিস্ট, কার্টুনিস্ট এবং ডিজাইনার। ভারতবর্ষের গোয়া রাজ্যে থাকেন। চিত্রশিল্পী, নকশাকার ও কারুশিল্পীদের সমন্বয়ে গড়ে ওঠা এক চিত্রভাণ্ডার People Tree-র সহ-প্রতিষ্ঠাতা। ভারতবর্ষের প্রথম গ্রাফিক নভেল (সময়কাল ১৯৯৪) River of Stories-এর রচয়িতা। Ektara Trust-এর সহযোগিতায় ২০২১ সালে অরিজিৎ মুখ্য সম্পাদকের ভূমিকায় কমবয়সী পাঠক-পাঠিকাদের জন্য Comixense নামের একটি ত্রৈমাসিক কমিক্‌স শুরু করেন। এর সঙ্গে তিনি কমিক্‌স এবং গ্রাফিক আর্টও শেখান। গোয়া ইউনিভার্সিটির মারিও মিরান্ডা চেয়ার ভিজিটিং প্রোফেসরের পাশাপাশি তিনি অশোকা ইউনিভার্সিটির ভিজ্যুয়াল আর্টস ডিপার্টমেন্টের ভিজিটিং প্রোফেসরও থেকেছেন।

সোনাল রঘুবংশী — বইটির সম্পাদক এবং সহযোগী। অর্থনীতির গবেষক ও বর্তমানে Centre for Financial Accountability-র সঙ্গে যুক্ত। তিনি তাঁর গবেষণায় মূলত উন্নয়নে অর্থনীতির ভূমিকা (আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে সমালোচনামূলক ভাবে জড়িত) এবং অর্থনীতির শৃঙ্খলার সঙ্গে সমালোচনামূলক ভাবে জড়িত প্রবৃত্তির পাশাপাশি উন্নয়নশীল অর্থনীতিতে সামগ্রিক অর্থনৈতিক নীতির দিকে নজর দিয়েছেন। এর সঙ্গে তিনি একটি অ্যাকাডেমিক জার্নালের সহযোগী সম্পাদক এবং বিভিন্ন প্রগতিশীল শিক্ষার্থী দল ও আন্দোলনের সংগঠক হিসাবেও ভূমিকা পালন করে থাকেন।

সমর্থ — গ্রাফিক নভেলিস্ট এবং গবেষক। ২০২২-এর জানুয়ারিতে Yoda Press থেকে প্রথম গ্রাফিক নভেল Suit প্রকাশিত হয়। কাজের মাধ্যমে তিনি সামাজিক-রাজনৈতিক সম্পর্ক বিশদে চর্চা করে থাকেন। গত দু’বছর ধরে তিনি সামাজিক এবং উন্নয়ন খাতে কাজ করে চলেছেন, মাধ্যমিক শিক্ষার্থীদের শিক্ষানির্মাণের উপর কাজ করছেন। সমর্থের ইনস্টগ্রাম হ্যান্ডলের নাম roeqin ।

Read this in English here.

Read this in Hindi here.

Read this in Marathi here.

A pop-up is always irritating. We know that.

However, continuing the work at CFA without your help, when the odds are against us, is tough.

If you can buy us a coffee (we appreciate a samosa with it!), that will help us continue the work.

Donate today. And encourage a friend to do the same. Thank you.