By

ভারতে বহু বছর ধরে বৈষম্য ক্রমবর্ধমান । নির্দিষ্ট ঐতিহাসিক কারণ ও বর্তমান নীতির ফলে সম্পদের এই কেন্দ্রীভূত হওয়া যদি মোকাবেলা না করা হয়, তাহলে তা অনেকের জীবন ছিন্নভিন্ন করতে থাকবে । একটি ন্যায়সঙ্গত কর ব্যবস্থার মধ্যে এই বৈষম্য কমানোর বিশাল সম্ভাবনা রয়েছে । এই পুস্তিকা আপনাকে সম্পদের বৈষম্য সম্পর্কীত সমস্যা এবং ভারতীয় প্রেক্ষাপটে এর সম্ভাব্য সমাধান সম্পর্কে অবহিত করবে।

অতিমারীর পর সম্পদের বৈষম্য মোকাবেলায় বিশ্বব্যাপী আগ্রহের ঢেউ উঠেছে । কলম্বিয়া, বলিভিয়া, আর্জেন্টিনা এবং স্পেন সম্পদ কর ব্যবস্থা প্রয়োগ করেছে । মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যেও এই ব্যবস্থা প্রয়োগের পক্ষে ওকালতি চলছে । কিন্তু ভারতের কর ব্যবস্থায় তা কোনো উল্লেখযোগ্য সংস্কার আনে নি।

এখানে পুস্তিকা পড়ুন এবং ডাউনলোড করুন: ন্যায্য কর ব্যবস্থা

Read this in English here.

Read this in Hindi here.

Read this in Malayalam here.